# মিলাদ হোসেন অপু :-
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশি স্টাইলে ডাকাতির ঘটনায় মামলা করেছে ভূক্তভোগী আব্দুস ছোবহান আকন্দ। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাচুলী গ্রামের ওয়াহেদ আকন্দের ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের কোনাবাড়িতে বসবাস করেন। ২২ ফেব্রুয়ারি নরসিংদী রায়পুরা থানায় ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করা হয়। এ ঘটনায় আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের সহায়তায় রায়পুরা থানা পুলিশসহ ভৈরব থেকে জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো পৌর শহরের দড়ি চণ্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে সজিব মিয়া (২৮), একই এলাকার পিতা অজ্ঞাত কাউসার মিয়া (২০), চণ্ডিবের মধ্যপাড়া এলাকার আক্তার মিয়ার ছেলে মুর্শিদ মিয়া (২৫)।
ঘটনার বিবরণে জানা যায়, ২১ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ডাকাতি হয়। ঘটনাস্থল থেকে ভৈরবের দূরত্ব মাত্র একটি ব্রিজ। পুরাতন ব্রহ্মপুত্র নদীর এক পাশে ভৈরব আরেক পাশে মাহমুদাবাদ। প্রতিদিন ভৈরব হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট করে। তাই ঢাকা-সিলেট মহাসড়কের চালকরা মনে করেন রাতেও চেকপোস্ট হচ্ছে। তাই ডাকাতদের পুলিশি স্টাইলে সিগন্যাল পেয়ে চালকরা দাঁড়িয়ে যায়। না দাঁড়ালে ইট পাটকেল নিক্ষেপ করে। শনিবার রাতে একদল ডাকাত একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে। এরপর তারা অস্ত্রের মুখে যাত্রী ও চালকদের জিম্মি করে মোবাইল, সোনার গহনা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
এদিকে অভিযোগকারী অভিযোগ এনেছেন তাদের ডাকাতদল মারধর করে ১ ভরি ১ আনা স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল, ৪ ভরি রূপা ও নগদ ৬৮ হাজার টাকা নিয়ে যায়।
এদিকে এ ঘটনার রাতে ভৈরব থানা পুলিশ অভিযোগ নিয়ে অবহেলা করায় ভৈরব থানার দুই পুলিশ অফিসারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন ভৈরব থানার উপ-পরিদর্শক মো. ফরিদুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
এ বিষয়ে রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, আমরা ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানীর সহযোগিতায় ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাঁরা এ ঘটনার সাথে জড়িত রয়েছে। বাকী আসামিদের ধরতে পুলিশ গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।