# নিজস্ব প্রতিবেদক :-
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ৭৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দিন মুর্শেদ নিজামী (বাবুল), সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন (রতন) ও উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েতুল্লাহ খাঁন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম আলী, যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, জাসাস এর উপজেলা সদস্য সচিব পল্লী চিকিৎসক মো. সোহেল রানা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. সবুজ মিয়াসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, বিশেষ ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো ও নৃত্য পরিবেশন।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রিপন চন্দ্র বর্মন ও ইসরাত জাহান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযুষ কান্তি ঘোষ, আব্দুস ছালেক ও কাউসারুজ্জামান।