# মোহাম্মদ খলিলুর রহমান :-
দেড়শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের বাজিতপুর দেওয়ানী আদালতের আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ-২০২৫ এর নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আ.ই মুহাম্মদ ইসমাইল সাকের ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তৌহিদ ফাত্তাহ নির্বাচিত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জানা গেছে, এক বছর মেয়াদী সমিতির এ নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ ইসমাইল সাকের পেয়েছেন ৫০ ভোট। তিনি এ সমিতির বর্তমান সভাপতি ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবদুর রহিম রেজু পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে তৌহিদ ফাত্তাহ পেয়েছেন ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কালী কিংকর বসাক পেয়েছেন ২৭ ভোট।
এছাড়া অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, সহ-সাধারণত সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মো. সাব্বির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. মিরাজ হোসেন, কার্যকরী সদস্য হয়েছেন অ্যাডভোকেট মো. কায়েস মিয়া ও অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দাস, দপ্তর ও গ্রন্থাগারিক সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সিনিয়র আইনজীবী মোস্তফা রাগিব হাসান খান ভূলন।
উল্লেখ্য, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব, নিকলী ও অষ্টগ্রাম সহকারী জজ আদালতের সমন্বয়ে বাজিতপুর দেওয়ানী আদালত। এই আইনজীবী সমিতির মোট ভোট ৭৮টি। এর মধ্যে ৭৬টি ভোট কাস্ট হয় এবং ২ জন ভোট দিতে আসেনি।