# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১৫ জানুয়ারি ভুল ইনজেকশনে দুই রোগির মৃত্যুর পর এবার হৃদরোগে চিকিৎসাধীন এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি প্রয়াত বাবা নয়ন সেনের নামে শহরের গৌরাঙ্গবাজার এলাকার ‘নয়ন ব্যাটারি’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শহরতলির সতাল এলাকার বাসিন্দা বিনয় বিহারি সেন (৬৫)।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ছেলে হৃদয় সেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কোন ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছিরুজ্জামান সেলিম ও সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানিয়েছেন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তের ভিত্তিতে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করে ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছে। মৃতের ছেলে হৃদয় সেনও এ তথ্য নিশ্চিত করেছেন। এরপরও এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছিরুজ্জামান সেলিম।
ঘটনার বিবরণে জানা যায়, বিনয় সেন ঢাকায় কিছুদিন হৃদরোগের চিকিৎসা করিয়ে দুই সপ্তাহ আগে বাড়ি এসেছেন। কিন্তু রোববার কিছুটা অসুস্থ বোধ করলে তাঁকে এদিন সৈয়দ নজরুল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। কিছু পরীক্ষা করার পর সোমবার সন্ধ্যায় নার্স আয়েশা সিদ্দিকা রোগিকে হাসপাতাল থেকে নিয়ে একটি ইনজেকশন পুশ করেন। এর মিনিট তিনেকের মধ্যেই রোগি মারা যান। এ ঘটনায় উত্তেজিত স্বজনরা হাসপাতালে জানালার কাঁচ ভাঙচুর করেন। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে গত ১৫ জানুয়ারি সকালে অস্ত্রোপচারের আগে সিনিয়র স্টাফ নার্স নাদিরা আক্তার দুই রোগিকে এন্টিবায়োটিক ইনজেকশনের পরিবর্তে অ্যানেসথেশিয়া ইনজেকশন পুশ করেন। কয়েক মিনিটের মধ্যেই কটিয়াদী উপজেলার পূর্ব সহস্রাম গ্রামের শিক্ষক মুনিরুজ্জামান মনির মল্লিক (৩২) ও নিকলীর নোয়াপাড়া গ্রামের ইটভাটা শ্রমিক জহিরুল ইসলাম (২৮) মারা যান। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গত ২০ জানুয়ারি একটি তদন্ত প্রতিবেদনও পাঠিয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওই নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।