# মিলাদ হোসেন অপু :-
উৎসবমুখর পরিবেশে ভৈরবে বেসরকারি স্বেচ্ছাসেবী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রদের সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বিছাস) এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার রাতে ভৈরব শহরের বিছাস এর নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বিছাস এর সভাপতি অনিক ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিছাস এর প্রতিষ্ঠাকালীন সম্মানিত সদস্য মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আরবুজ্জামান আপন, সদস্য মো. আক্তারুজ্জামান, সাবেক সভাপতি আরিফুল হক সুজন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক জাবেদ প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে বিছাস এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৮২ সালের ১৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ভৈরব এর ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব। দীর্ঘ ৪৩ বছর সম্মানের সাথে এগিয়ে চলছে সংগঠনটি। বিছাস সর্বদা শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। প্রতিটি শিক্ষার্থী লেখা পড়ার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জড়িত রয়েছে।
আলোচনা শেষে পিঠাপুলির আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।