# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিলো ছাত্রদল নেতারা। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রদল আহ্বায়ক এর ব্যক্তিগত কার্যালয়ে থেকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ছিনতাইকারী পৌর শহরের উত্তরপাড়া এলাকার দানিস বেপারী বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গির আলম সেন্টুর ছেলে রকি মিয়া (৩৫)।
জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা দুই ছাত্রদলকর্মী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার পৌর শহরের উত্তরপাড়া এলাকায় একটি ওরশ থেকে গান শুনে বাড়ি যাচ্ছিলেন। ওইদিন রাত সাড়ে ৯টায় শহরের নাটাল মোড় এলাকায় পৌঁছামাত্র তাদেরকে আটক করে ছিনতাইকারী রকিসহ তার আরো দুই তিনজন। দুইজনকে মারধর করে নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায় তারা। পরে দুইজন ছাত্রদলকর্মী ছাত্রদলের নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করলে নেতৃবৃন্দ নিজেদের মতো করে প্রথমে ছিনতাইকারীকে শনাক্ত করে। পরে রকিকে ৩০ জানুয়ারি রাত ১০টায় আটক করে এনে উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজওয়ান উল্লাহ, পৌর ছাত্রদল সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকীসহ নেতৃবৃন্দ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেন। আটকের পর ছিনতাইকারী রকির কাছে ছিনতাইয়ের সরঞ্জাম ও দেশীয় মদ পাওয়া যায়।
এ বিষয়ে ছাত্রদল সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী বলেন, চুরি ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের ভৈরব বিএনপির পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজওয়ান উল্লাহ বলেন, ভৈরবে ব্যাপক হারে চুরি ছিনতাই বেড়েছে৷ কিশোর গ্যাংরা ভৈরবটাকে ধ্বংস করতে মরিয়া হয়ে লেগেছে। ছাত্রদলের কর্মীরা ভৈরবে সক্রিয় রয়েছে। ছাত্রদল বরাবরের মতো লেখাপড়া ও খেলাধূলায় ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করে। আমরা মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে আমরা ছিনতাইকারীকে আটক করে থানা নিয়ে আসি। আটককৃত ছিনতাইকারী রকি মিয়াকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।