# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ২০ বছর পর শীর্ষ মাদককারবারী ফাতেমা ও তার ভাইসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার পৌর শহরের পঞ্চবটি ছোট পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। রাত ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জুয়েল চাকমা পিপিএম।
আটককৃতরা হলো পঞ্চবটি এলাকার মৃত মোস্তফা মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪০) ও তার ভাই মুরশিদ মিয়া (২৮) ও একইএলাকার মৃত রাশিদুল্লা মিয়ার ছেলে মান্নান মিয়া (৫২)। আটকের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তল্লাশী করে ২৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি সকাল সোয়া দশটায় ছোট পুকুরপাড় এলাকা থেকে ফাতেমা ও তার ভাই মুরশিদ মিয়াসহ মান্নান মিয়াকে আটক করা হয়। পরে র্যাবের তল্লাশিতে তাদের নিজ হেফাজতে থাকা ২৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৭ হাজার একশ টাকা। এ ঘটনায় আটককৃত ৩ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকে জানান, ফাতেমা, কুলসুম, চায়না বেগম এরা ৩ বোন। ভাইদের মধ্যে রয়েছে মুছা মিয়া ও মুরশিদ মিয়া। এই ৫ জনই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। ভাই বোনদের মধ্যে ফাতেমা বড়। ২৪ সালের মাঝামাঝি সময়ে কুলসুম মারা যায়। ৬ থেকে ৭ বছর পূর্বে ভাই মুছা মিয়া মাদকের টাকা নিয়ে ঝগড়া করে তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই মামলায় মুছা মিয়া এখনো জেলে আছে। মুছা ও তার স্ত্রী মাদক কারবারে জড়িত ছিল। বোন চায়না বেগম সেও শীর্ষ মাদককারবারী। তার নামে ভৈরবসহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক মাদকের মামলা। বর্তমানে ভাই মুরশিদ মিয়া অটো রিকসা চালায়। দিন দিনে সেও বোন ফাতেমার সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। চায়নার নামে একাধিক মাদকের মামলা থাকলেও শীর্ষ মাদককারবারী ফাতেমার নামে কোন মামলা হয়নি। তিনি অনেক চালাক প্রকৃতির মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক অভিযোগ থাকলেও ২০ বছরের মাদক কারবারে প্রশাসন কোন দিন তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করতে পারেনি। ফাতেমার ৪ ছেলের মধ্যে ২ ছেলে থাকে ইতালিতে, আরেক ছেলে মাল্টায় আটক রয়েছে। ফাতেমার স্বামী পেশায় একজন মাংস বিক্রেতা। ফাতেমার কোন অভাব নেই। ফাতেমাকে পেয়ে বসেছে মাদকের মোটা অংকের টাকার নেশায় তাই সে ২০ বছর যাবত কৌশলে মাদক ব্যবসা চালিয়ে গেছে।
এ বিষয়ে ভৈরব র ্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ পিপিএম বলেন, আটককৃত মাদককারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে যাচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের বিষয়টি স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে ভৈরব থানায় মামলা দায়েরের পর তাদের হস্তান্তর করা হয়েছে।