# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অনন্যা পরিবহনের বাসে ৩১ জানুয়ারি শুক্রবার ভোরে কাপাশিয়ার টোক এলাকায় রাস্তায় গাছ ফেলে রামদা আর কিরিচ নিয়ে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুই যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট হয়েছে।
ওই বাসের যাত্রী জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বর্মণ জানিয়েছেন, বাসটি জেলা শহরের গাইটাল টার্মিনাল থেকে ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়ার সীমান্তে গাজীপুরের টোক এলাকায় পৌঁছলে রাস্তায় গাছ ফেলে ৮-৯ জনের একটি ডাকাত দল রামদা আর কিরিচ নিয়ে বাসে ওঠে যাত্রীদের ভয় দেখিয়ে লুট শুরু করে। স্বপন বর্মণেরও একটি স্মার্ট ফোন ও টাকা পয়সা নিয়ে গেছে। এসময় দুই যাত্রী আহত হয়েছেন। ডাকাতরা চলে যাবার পর বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেনও ডাকাতির তথ্যটি নিশ্চিত করেছেন।