# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের প্রাইভেট ক্লিনিকে অনভিজ্ঞ গাইনী চিকিৎসকের সিজারে এক প্রসূতি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণ সামলাতে না পেরে পাঠানো হয়েছিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যান কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের মুদি ও সবজি ব্যবসায়ী আলম হাসানের (৪০) স্ত্রী আকলিমা আক্তার (৩২)। তবে চিকিৎসার কোন কাগজপত্রই রোগীর স্বামীকে দেওয়া হয়নি। সব রেখে দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। তবে সিজারের জন্য ১৫ হাজার টাকার চুক্তি হলেও শেষ পর্যন্ত কোন টাকা নেয়নি।
৩১ জানুয়ারি শুক্রবার সকালে নিহতের বাড়িতে গিয়ে কথা হয় স্বামী আলম হাসানের সাথে। তিনি জানান, এর আগে আকলিমার তিনটি সন্তানই সিজারে হয়েছে। প্রথম সন্তান সৌরভ ৮ম শ্রেণিতে পড়ছে। দ্বিতীয় সন্তান নিরব ৫ম শ্রেণিতে পড়ছে। তৃতীয় সন্তান আড়াই বছরের মেয়ে আমাতুল্লা তাসফিয়া প্রতিবন্ধী। সেই কারণেই চতুর্থ সন্তান নিয়েছেন। চতুর্থ সন্তানের বেলায় গত বুধবার প্রসব ব্যথা শুরু হলে স্ত্রীকে সকালে নিয়ে যান জেলা শহরের স্টেশন রোডের করগাঁও বাসস্ট্যান্ড এলাকার বেসরকারী ল্যাব এইড জেনারেল হাসপাতালে। তখন পূর্বের তিনটা প্রসব সিজারে হয়েছে বলে চিকিৎসককে জানানো হয়েছিল। এরপর তিনজন ডোনার এনে ‘ও-পজিটিভ’ রক্ত নেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে ডা. তাবাসসুম ফেরদৌস সিজার শুরু করার পর মেয়ে বাচ্চা হলে বেলা ১২টা ৪০ মিনিটে বাচ্চার কান্না শুনতে পান আলম হাসান। কিন্তু রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। সেটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ডা. তাবাসসুম। ফলে অ্যাম্বুলেন্স ডেকে রোগীকে পাঠিয়ে দেওয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিকাল সাড়ে ৪টায় ভর্তি করার আধা ঘন্টার মধ্যে মারা যান আকলিমা। তবে শিশুটি আপাতত সুস্থ আছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এলাকার কবরস্থানে আকলিমার দাফন করা হয়।
আলম হাসান জানান, ল্যাব এইড হাসপাতালে ভর্তি ও সিজার সংক্রান্ত কোন কাগজপত্রই তাঁকে দেওয়া হয়নি। এমনকি ময়মনসিংহে রোগীকে পাঠানোর সময় সঙ্গে ল্যাব এইডের একজন প্রতিনিধিও গিয়েছিলেন। তিনি ময়মনসিংহের কাগজপত্রও নিয়ে গেছেন। ফলে এই সিকিৎসা এবং মৃত্যু সংক্রান্ত কোন প্রমাণই নিহতের স্বামীর কাছে নেই বলে জানিয়েছেন।
ল্যাব এইড হাসপাতালের পরিচিতি বোর্ড এবং নিজের ভিজিটিং কার্ডে ডা. তাবাসসুম ফেরদৌসের বিশেষত্ব হিসেবে লেখা রয়েছে ‘গাইনী বন্ধ্যাত্ব স্ত্রী রোগ চিকিৎসক ও সার্জন। প্রাক্তন মেডিক্যাল অফিসার, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অনারারি মেডিক্যাল অফিসার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ’। চিকিৎসকের পরিচিতির মধ্যে এরকম ভুল থাকার কথা নয়। কারণ তিনি দুই হাসপাতালের ক্ষেত্রেই মেডিক্যাল কলেজ ‘ও’ হাসপাতাল লিখেছেন। এই ‘ও’ অক্ষরটা থাকার কথা নয়। হবার কথা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
৩১ জানুয়ারি শুক্রবার সকালে ল্যাব এইড হাসপাতালে গিয়ে ডা. তাবাসসুম ফেরদৌসকে পাওয়া যায়নি। স্টাফদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালটি প্রায় আড়াই মাস আগে উদ্বোধন হয়েছে। ডা. তাবাসসুমের মোবাইল ফোনে রিং দিলে বাসা থেকে তাঁর স্বামী ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ হোসেন রিসিভ করেন। তিনি নিহতের স্বামীর সকল অভিযোগ অস্বীকার করে জানান, ল্যাব এইডে রোগীর কোন সমস্যা হয়নি। রোগীর অভিভাবকের লিখিত সম্মতি নিয়েই সিজার করানো হয়েছে। অনেক সময় কিছু জটিলতা হতে পারে। রোগীকে ভাল অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা গেছেন। ফলে মৃত্যুর দায় ল্যাব এইডের নয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের। ডা. তাবাসসুম বছরখানেক আগে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাপাতালে প্রশিক্ষণ নিয়েছেন বলেও ডা. ইউসুফ হোসেন দাবি করেন।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আলম মামুন জানান, প্রসূতির মৃত্যুর খবর পেয়ে তিনি বৃহস্পতিবার রোগীর বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন। তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, নবীন ডাক্তার যারা প্রশিক্ষণ নিতে সেখানে যান, তারাই মূলত ‘অনারারি চিকিৎসক’ লিখে থাকেন। কিন্তু তাঁর হাসপাতালের গাইনী ও অবস বিভাগে তাবাসসুম ফেরদৌস নামে কোন প্রশিক্ষণার্থীর নাম তিনি পাননি। তিনিও বলেন, কেউ কর্মস্থল হিসেবে ‘মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ লিখলে সেটা ভুল। ‘ও’ অক্ষরটা হবে না।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, ডা. তাবাসসুম তাঁর পরিচয় সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি বিষয়টি আইন শৃংখলা বাহিনীকে জানিয়েছেন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। আর রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে সেটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। বিষয়টি কঠোরভাবে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, ডা. তাবাসসুম প্রায় ১০ বছর আগে এমবিবিএস পাস করেছেন। তবে সরকারি চাকরি করেন না, প্রাইভেট চিকিৎসায় নিয়োজিত।