# মিলাদ হোসেন অপু :-
ইউরোপের ইতালি যেতে লিবিয়া ভূমধ্যসাগর দিয়ে যাত্রা পথে অসুস্থ হয়ে যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ পেতে পরিবারের আর্তনাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবক পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার মাহমুদ হোসেনের ছেলে সুমন মিয়া (৪৫)। লিবিয়া থাকা নিহতের আত্মীয় সানীর মাধ্যমে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন নিহতের চাচাতো বোন শিল্পী বেগম।
খোঁজ নিয়ে জানা যায়, ৪ মাস আগে স্বপ্নের দেশ ইতালি যেতে স্থানীয় এক দালালের মাধ্যমে লিবিয়া পাড়ি জমান সুমন মিয়া। সুমন ছাড়াও তার বোন জামাই মনিরুল ও রুমান মিয়া নামের এক প্রতিবেশী ভাইগ্নাও রয়েছে লিবিয়াতে। ২৪ জানুয়ারি মোট ২৫ জন যাত্রী নিয়ে লিবিয়া ভূমধ্যসাগর থেকে একটি বোট যায় ইতালির উদ্দেশ্যে। যাত্রাপথে মাল্টা পৌঁছামাত্র বোটে সমস্যা দেখা দিলে সবাই বোট থেকে নেমে গেলেও সুমনকে মৃত অবস্থায় পায় সাথে থাকা অন্যান্য যাত্রীরা। চার দিনপর স্বজনরা জানতে পারে সুমনের মৃত্যুর খবর।
স্থানীয়রা আরো জানান, লক্ষ্মীপুর এলাকার ২৫/৩০ জন যুবক লিবিয়ায় রয়েছে। কেউ ১ বছর কেউ ৬ মাস ধরে লিবিয়ায় পড়ে আছে। ৮ লক্ষ টাকায় কন্ট্রাক হলেও কেউ ১৫ লক্ষ টাকা আবারো কেউ কেউ ২০ লক্ষ টাকা দিয়েও ইতালি যেতে পারছে না।
এদিকে ভুক্তভোগীরা দালালদের নাম প্রকাশে ভয় পাচ্ছে। বাড়িঘর বিক্রি করে লিবিয়ায় রয়েছে বেশির ভাগ মানুষ। তবে তাদের দাবি ইতালি নিতে না পারলেও যেন তাদের মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে দেশে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে নিহতের বোন শিল্পী বেগম জানান, আমার ভাই সুমন বাড়িতে এটি রাইসমিল চালাতো। পরিবারের ২ বছরের জমজ ছেলে-মেয়ে ও ১০ বছরের পুত্র সন্তান রয়েছে। দার দেনা করে ১৮ লক্ষ টাকা খরচ করে ইতালি যেতেই লিবিয়া থেকে ডাঙ্গি দিয়েছিল। প্রথমে দালাল পক্ষের লোকজন আমাদের বলেন সবাই ইতালি পৌঁছে গেছে। ৪ দিন আগে শুনতে পায় আমার ভাইসহ সবাই অসুস্থ ছিল। পরে সুমনসহ দুইজন অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। আমরা চাই সরকারের সহযোগিতায় যেন আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরে আসে।
এ বিষয়ে নিহতের স্ত্রী পলি বেগম বলেন, শম্ভুপুর শান্তিপাড়া এলাকার সুইটি নামের দালালের মাধ্যমে আমার স্বামী লিবিয়া যায়। কিন্তু সে আমাদের সাথে কোন যোগাযোগ করছে না। ২৩ জানুয়ারি আমার সাথে শেষ কথা হয় সুমনের। সে বলেছিল ইতালি পৌঁছে ফোন দিবে। কিন্তু চারদিন আগে মৃত্যুর খবর পেলেও ২৯ জানুয়ারি রাতে নিশ্চিত হয় সুমন মৃত্যু বরণ করেছে। আমার স্বামীর মরদেহ দেশে আনা ছাড়া আমার কিছু চাওয়া নাই। আমার শিশু সন্তানরা যেন শেষবারের মতো তাদের বাবার মুখখানি দেখতে পায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, মৃত্যুর বিষয়টি আমি অবগত নয়। তবে যারা অবৈধ পথে গিয়ে মৃত্যুবরণ করে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে সহযোগিতা করে থাকে প্রশাসন। এদিকে দালালদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করা হয়। মরদেহ ফিরে পেতে নিহতের পরিবার আবেদনের প্রেক্ষিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।