# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১২ বছরের শিশুসহ ৫ জন আহত হয়েছে। গত ২৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে আহত কৃষক মো. ইসমাইল (৪২) বাদী হয়ে একই গ্রামের অলি উল্লাহ (৫৫) ও হাবিবুল্লাহ (৫০) সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৩/৪ জনের নামে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর মৌজার সাবেক- ১১০৭১ ও হাল- ১৫০৩২ নং দাগের .৫২৫০ শতাংশ এবং সাবেক- ১১৯৬৭ ও হাল- ৫০৫৯৭ নং দাগের .৩৬০০ শতাংশ জায়গা নিয়ে উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত আবুল কাশেম ওরুফে রমজান আলীর ছেলে মো. ইসমাইল (৪২), মো. বছির (৪৮) ও উবায়দুল্লাহ (৩৪) দের সাথে একই গ্রামের মৃত মো. আব্দুল কাদিরের ছেলে অলি উল্লাহ (৫৫) ও হাবিবুল্লাহ (৫০) দের বিরোধ চলে আসছিলো। বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন নিয়ে একাধিকবার সালিশ অনুষ্ঠিত হয়। গত ২৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টার দিকে কৃষক মো. ইসমাইলসহ ফাইজ উদ্দিন, ওবায়দুল্লাহ, মো. বছির ও মো. এমরান তাদের জমিতে ইরি বোর ধান রোপন করতে যায়। এসময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রাদী নিয়ে তাদের জমিতে অনধিকার প্রবেশ করে ধানের চারা রোপন করতে বাধা নিষেধ দিয়ে তাদের উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করে। এসময় প্রতিপক্ষের হামলায় কৃষক মো. ইসমাইল (৪২), মো. ফাইজ উদ্দিন (৪৭), মো. ওবায়দুল্লাহ (৩৪), এমরান (৩৬) ও ১২ বছরের শিশু মো. মুখলেছুর রহমান আহত হয়। এলাকাবাসীসহ স্বজনরা আহত ৪ জনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এবং শিশু মো. মুখলেছুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এর আগে গত ২২ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রাদীসহ লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে একটি টিনসেট ঘর ভাঙচুর করে বাড়িতে থাকা একটি মটর ও বিদ্যুতের তার নিয়ে যায়। এছাড়া তাদের বাগান বাড়িতে গিয়ে একটি টিনসেট ঘর ভাঙচুর করে এবং বাড়ির আঙ্গিনায় রোপিত নানা জাতের গাছপালা কেটে ব্যাপক ক্ষতি করে।
এঘটনায় মো. ইসমাইল বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ওইদিন কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে পুনরায় গত ২৬ জানুয়ারি রোববার তাদের নির্মম ভাবে মারধর করেছে বলে জানান মো. ইসমাইল।
এ ব্যাপারে আহত মো. ইসমাইল বলেন, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর মৌজার সাবেক- ১১০৭১ ও হাল-১৫০৩২ নং দাগের ৫২.৫০ শতাংশ এবং সাবেক- ১১৯৬৭ ও হাল-৫০৫৯৭ নং দাগের ৩৬.০০ শতাংশ ভূমি তার পৈত্রিক সম্পতি। উক্ত ভূমিতে তারা ঘর বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছে। সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের নানা ভাবে অত্যাচার করে আসছিলো। দুদিনের দুটি ঘটনায় তিনি কুলিয়ারচর থানায় লিখিত দুটি অভিযোগ দাখিল করেন।
অপর দিকে প্রতিপক্ষের মো. অলি উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে ইসমাইল লোকজন নিয়ে তাদের ভূমিতে জোরপূর্বক বোরধানের চারা রোপন করতে গেলে তারা বাধা নিষেধ দেয়। তারপরও ইসমাইল লোকজন নিয়ে ধানের চারা রোপন করতে থাকে। এ সময় তাদের সাথে কিছু হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম আহত মো. ইসমাইল এর দুটি ও অলি উল্লাহ’র একটি লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা দুটির খবর পেয়ে ঘটনাস্থলে থানার সেকেন্ড অফিসার এসআই শুভ আহমেদসহ একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তিনটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দায়িত্বে থাকা কুলিয়ারচর থানার কর্তব্যরত অফিসার এসআই শুভ আহমেদ বলেন, ওসি স্যারের নির্দেশে দুটি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুটি ঘর ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু গাছপালা কাটা রয়েছে। এছাড়া কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। থানায় দাখিলকৃত উভয় পক্ষের তিনটি অভিযোগ তদন্ত চলছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এক সপ্তাহেও কোন অভিযোগই থানায় এফআইআর করা হয়নি বলে জানা যায়।