• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

আফছর উদ্দিন স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে শরীফুল আলম, যতদিন বেঁেচ থাকবো মানুষের কল্যাণে কাজ করবো

# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাবো। ভৈরব কুলিয়ারচরের মানুষের দুঃখ কষ্টের লাগব করাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। ২৪ জানুয়ারি শুক্রবার আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, ভৈরব উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার আল বাকের ঝলক।
বিদ্যালয়ের শিক্ষক ফখরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহিদুর রহমান পলাশ, পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হাজী মোশাররফ হোসেন মোছা মিয়া, প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্রী নাদিয়া বিনতে শামিম বক্তব্য রাখেন। আলোচনা সভার পর অনুষ্ঠানের প্রধান অতিথি শরীফুল আলম বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *