# উজ্জ্বল সরকার :-
দেশে দিন দিন কমে যাচ্ছে খেলার মাঠ। একটা সময় ছিলো যখন গ্রামে খেলার মাঠের অভাব ছিলো না। বিকেল হলেই ছেলেমেয়েরা দলবল নিয়ে নেমে যেত মাঠে। বাড়ির আঙিনা, প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ, পতিত জমি এসব ছিলো এক একটা খেলার মাঠ। কালের পরিক্রমে শহরের মতন এখন গ্রামেও খেলার মাঠের বড় অভাব। ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে কখন ধান কাটা হবে! পতিত ধানক্ষেত গুলোই তাদের জন্য হয়ে উঠে এক একটি খেলার মাঠ।
সারাদেশের মতো কিশোরগঞ্জের হোসেনপুরেও কমেছে খেলার মাঠ। শীতকালে আমন ধান কাটা হলে পতিত ধান ক্ষেত গুলোই এ উপজেলার ছেলেমেয়েদের জন্য হয়ে উঠে খেলার মাঠ। চাল, পিঠা পায়েশের আশায় তাদের অপেক্ষা থাকে না, বরং ধান কাটা শেষ হলেই সেই ক্ষেতকে মাঠ বানিয়ে খেলবে তারা, এ অপেক্ষা যেন শেষ হয় না।
জানা গেছে, কিছুদিন আগেই এ উপজেলায় আমন কাটা শেষ হয়েছে। পতিত রয়েছে ধানক্ষেত গুলো। এই সুযোগে উপজেলার বিভিন্ন পল্লীতে ধানক্ষেত পরিস্কার করে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় মগ্ন শিশু কিশোররা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, এলাকাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া তেমন খেলার মাঠ নেই। তবে আমন কাটায় বিভিন্ন ধানক্ষেতেই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা খেলছে শিশুরা। অপরিকল্পিত নগরায়ণের কারণে দিন দিন খেলার মাঠ হারিয়ে যাচ্ছে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে। ফলে খেলাধুলা করার সুযোগ পাচ্ছে না শিশু-কিশোররা। ফলে শারীরিক ও মানসিকভাবে পর্যাপ্ত বিকাশ ঘটছে না তাদের।
উন্মুক্ত প্রান্তরে বিচরণের সুযোগ না থাকায় শিশুরা সোনালী শৈশবেই জড়িয়ে পড়ছে প্রযুক্তির অতিরিক্ত অপব্যবহারের সঙ্গে। অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তাই সচেতন মহল থেকে দাবি উঠেছে উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ ও উদ্যান গড়ে তোলার।
উপজেলার ৬টি ইউনিয়নে খেলাধুলা করতে শিশু-কিশোরদের অপেক্ষা করতে হয় ফসল কাটা পর্যন্ত। কৃষকরা ফসল ঘরে নেওয়ার পর ১৫-২০ দিন পড়ে থাকা জমিতে খেলাধুলার ধুম পড়ে যায় শিশু-কিশোরদের। এ সময় ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়।
উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে ধানের জমিতে ক্রিকেট খেলছিল ২০-২৫ জন শিশু কিশোর। সেখানে কথা হয় তাদের সাথে। তাদের এলাকায় খেলার মাঠ নেই বলে জানায় সে। শীতের আগে ধান কেটে নিলে কেবল কিছুদিন খেলার সুযোগ পায়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশসহ অসংক্রামিত রোগ থেকে বাঁচতে খেলাধুলা করা প্রয়োজন। এছাড়াও সমাজ ও পরিবারের উচিত তাদের মাঠে খেলাধুলায় অনুপ্রাণিত করা।