# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজন করা হয়েছে চতুর্থ পিঠা উৎসব। কলেজের ১৬টি বিভাগ ছাড়াও রোভার স্কাউট, দু’টি ছাত্রী হল, বিএনসিসি ও যুব রেড ক্রিসেন্ট মিলে ২৩টি স্টল বসিয়েছে। প্রতিটি স্টলে ৭০ থেকে ১০০টি পিঠা-পায়েসের আইটেম স্থান পেয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম মুশতাকুর রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আলোচনা সভাশেষে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. দীলিপ কুমার বড়ুয়া। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও শিক্ষকগণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রধান অতিথি বলেন, ‘আমি বাংলাদেশ শিক্ষা কমিশনের একজন সদস্য। শিক্ষা কমিশনের উদ্দেশ্য হচ্ছে কারিকুলাম তৈরি করা। এই কারিকুলামের উদ্দেশ্য হচ্ছে কর্মকাণ্ড ভিত্তিক লেখাপড়া, যা আমাদের সংস্কৃতিকে ধারণ করবে। আর এসব বৈশিষ্টে সমৃদ্ধ গুরুদয়াল সরকারি কলেজ।’ তিনি বাঙালির আদি সংস্কৃতি এই পিঠা নিয়ে উৎসবের আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
উৎসবের স্টলগুলোকে বাঙ্গালিয়ানা, বিজয় ২৪, পানকৌরি, স্বাদের ফিজিক্স, রসান্ন, নেমন্তন্ন, পিঠা বিলাসসহ বাহারি নাম দেওয়া হয়েছে। এসব স্টলে নারিকেল, মাংস ও দুধের পুলি, নকশি, ভাপা, খেজুর পাতা, পোয়া, আন্দাশা, পাটিসাপটা, বরফি, মসলা, মেড়াসহ নানা জাতের পিঠা এবং পায়েস স্থান পেয়েছে। প্রতিটি স্টলেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উৎসব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাগর ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী আমিমা জানিয়েছে, তাঁরা সবগুলো আইটেম নিজেরা তৈরি করে এনেছেন। গত বছরও পিঠা উৎসবে অংশ নিয়েছিলেন। এবারও অংশ নিয়েছেন। এ ধরনের উৎসবের মাধ্যমে আবহমান কালের বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশে ভূমিকা রাখতে চান। এ ধরনের উৎসব কলেজে শিক্ষার একটি সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে বলেও তাঁরা মনে করেন।