• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ভৈরবে খাঁজা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ হক অটো মুড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ ও মোল্লা ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা আটক কৃষক নেতার অপমানের প্রতিবাদে মানববন্ধন মাও. ফরিদ উদ্দীন মাসউদের এসলাহুল এজতেমা বাতিল আড়াই বছর পর ভৈরব পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন কৃষক লীগ নেতাসহ দু’জন কারাগারে নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা মুহাম্মদ কাইসার হামিদ এর মাতা আর নেই বাজিতপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি সাকের, সম্পাদক ফাত্তাহ

গভীর নলকূপ বন্ধ ৫ বছর পতিত ২৫০ বিঘা জমি

বন্ধ পাম্প হাউজের দেওয়ালে গোবর শুকানো হচ্ছে -পূর্বকণ্ঠ

গভীর নলকূপ বন্ধ ৫ বছর
পতিত ২৫০ বিঘা জমি

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি মৌজায় বিএডিসির একটি গভীর নলকূপের পানিতে আবাদ হতো ৩০০ বিঘা জমি। আগে চলতো ডিজেলে। প্রায় ৫ বছর আগে ট্রান্সফরমার বসিয়ে চালানো হচ্ছিল বিদ্যুতে। সেই সময়ই রাতের আঁধারে ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। এর পর থেকেই নলকূপটি বন্ধ। এরকম অবস্থায় এলাকায় দু’টি অগভীর নলকূপ বসালেও তাতে মাত্র ৫০ বিঘার মত জমি আবাদ করা যাচ্ছে। বাকি ২৫০ বিঘা জমিই পতিত পড়ে থাকছে। ৩০০ বিঘা জমিতে অন্তত ৩০০ টন ধান উৎপাদন হতো। অগভীর নলকূপে ৫০ বিঘার মত আবাদ হলেও এখনও এলাকাবাসী ২৫০ টন ধান থেকে বঞ্চিত হচ্ছেন বলে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।
২১ জানুয়ারি মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা গেছে, গভীর নলকূপের পাম্প হাউজটি বন্ধ। এর দেওয়ালে এলাকাবাসী জ্বালানী হিসেবে গোবরের ঘুটে শুকাচ্ছেন। পাশের বাড়ির কৃষক সেচ প্রকল্পের সাথে জড়িত মুরছালিন ইসলাম জনি ও নূরু মিয়া জানান, স্বাধীনতার পর পরই নলকূপটি বসানো হয়েছিল। এখন বন্ধ থাকায় এলাকার বহু কৃষকের জমি পতিত পড়ে আছে। বিদ্যুতে নলকূপটি চালাতে পারলে একদিকে কৃষকদের সকল জমি আবাদ করা যেত, অন্যদিকে খরচও কম হতো। এখন ডিজেল চালিত দু’টি অগভীর নলকূপে কিছু চাষাবাদ করা হলেও তাতে খরচ পড়ে অনেক বেশি। এতে কৃষকরা একদিকে জমি পতিত থাকায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আবার অগভীর নলকূপের বাড়তি খরচ করতে গিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেউ কেউ এখন কিছু পতিত জমিতে ধানের পরিবর্তে সরিষা এবং ভুট্টা আবাদ করছেন। আবার কেউ কেউ অগভীর নলকূপে কিছু জমিতে ধান আবাদ করছেন। সিংহভাগ জমিই পতিত পড়ে আছে।
তাঁরা জানান, বিদ্যুতে সেচ দিয়ে প্রতি বিঘায় খরচ নেওয়া হতো এক হাজার টাকা। এখন ডিজেলে নেওয়া হচ্ছে দেড় হাজার টাকা। ট্রান্সফরমার চুরি যাবার পর সেচ কমিটির পক্ষ থেকে নতুন করে ট্রান্সফরমার বসানোর জন্য বিএডিসি (ক্ষুদ্র সেচ) অফিসে যোগাযোগ করলে ট্রান্সফরমারের মূল্য বাবদ সাড়ে তিন লাখ টাকা চেয়েছে। কৃষকদের এত টাকা বহন করার ক্ষমতা নেই। যে কারণে গভীর নলকূপটি ৫ বছর ধরে অকেজো পড়ে আছে। এর ফলে একদিকে পাম্প হাউজের মেশিন নষ্ট হচ্ছে, অন্যদিকে ভূগর্ভস্থ সেচ ড্রেনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাঠে প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের আছে ৩০ বিঘা জমি। কৃষক মরম সর্দারের আছে ১৫ বিঘা। এলাকার বিএনপি নেতা আব্দুস সোবহানের আছে সোয়া তিন বিঘা জমি। প্রিয়লাল রায়েরও আছে সোয়া তিন বিঘা জমি। সবার জমিই পতিত পড়ে আছে।
বীর নোয়াকান্দি এলাকার বাসিন্দা গভীর নলকূপের ব্যবস্থাপক উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান জানিয়েছেন, পুরো সেচ এলাকায় ভূগর্ভস্থ পাকা সেচ ড্রেন নির্মাণ করা হয়েছিল। ৫ বছর ধরে সেচ বন্ধ থাকায় ড্রেনগুলোও বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে। পাম্প চালু করার আগে সেসব ড্রেনও নির্মাণ করা দরকার। ফলে ড্রেন নির্মাণ আর ট্রান্সফরমার বসানোর মত বিপুল পরিমাণ খরচ বহন করতে বিএডিসির অনিহা আছে। এখন এলাকাবাসী অসহায়।
এ ব্যাপারে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সেচের বিষয়টা বিএডিসির (ক্ষুদ্র সেচ) আওতাভুক্ত। এরপরও তিনি এলাকা পরিদর্শনে গিয়ে করণীয় বিষয়ে পদক্ষেপ নেবেন। তিনি জানান, এবার কটিয়াদী উপজেলায় ১২ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখনও আবাদ শেষ হয়নি। ফলে কয়েকদিনের মধ্যে গভীর নলকূপের সমস্যার সমাধান করা গেলে এবারই আবাদ করা সম্ভব হবে।
বীর নোয়াকান্দি সেচ এলাকাটি বিএডিসির (ক্ষুদ্র সেচ) কুলিয়ারচর জোনের অধীনে। কুলিয়ারচর জোনের সহকারী প্রকৌশলী শাওনা মালাকার জানান, তিনি এখানে এসেছেন দেড় বছর হলো। এই গভীর নলকূপের বিষয়টি তিনি জানতেন না। এর মধ্যে এ বিষয়ে কেউ যোগাযোগও করেননি। এখন কেউ তাঁর সাথে যোগাযোগ করলে তিনি সমাধানের বিষয়টি দেখবেন। তবে কোন কিছু চুরি গেলে বিএডিসির পক্ষ থেকে আর সেটা দেওয়া হয় না। এটা নীতিমালার মধ্যেই বলা আছে। তবে কোন কিছু মেরামতের প্রয়োজন হলে সেটা করার সুযোগ থাকে। এর পরও সেচ প্রকল্পের পক্ষ থেকে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা বিএডিসির (ক্ষুদ্র সেচ) নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, একটি ট্রান্সফরমারের জন্য সাড়ে তিন লাখ টাকা লাগার কথা নয়। তবে কুলিয়ারচর জোনাল অফিসের মাধ্যমে তাঁর কাছে সমস্যাটি আসলে তিনি দেখবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *