# মিলাদ হোসেন অপু :-
ফুলেল শুভেচ্ছায় সিক্ত সরকারি মেডিকেলে সুযোগ পাওয়া ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ৭ শিক্ষার্থী। ২২ জানুয়ারি বুধবার পৌর শহরের ভৈরবপুর এলাকায় রফিকুল ইসলাম মহিলা কলেজে শিক্ষার্থীসহ অভিভাবকদেরও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শতাধিক গ্রন্থের লেখক মো. শহীদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ক সহকারী অধ্যাপক সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, রসায়ন বিজ্ঞান বিষয়ক সিনিয়র প্রভাষক ও কলেজ এডহক কমিটির সদস্য মো. আজিজুল হক ভূইয়া, গণিত বিষয়ক সিনিয়র প্রভাষক একে এম নুর কুতুব-উল-আলম সবুজ, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক মাহমুদা বেগম, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ক প্রভাষক সজল কুমার দেব ও একাডেমিক কো- অর্ডিনেটর মফিজুল ইসলাম মাহফুজ প্রমুখ।
কলেজ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় রফিকুল ইসলাম মহিলা কলেজের ৭ জন ছাত্রী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তারা হলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সুযোগ পাওয়া শিক্ষার্থী প্রিয়ন্তী, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী তাসনিয়া রহমান ও তাসমিয়া জান্নাত নোভা, পাবনা নীলফামারী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী নুসরাত জাহান শশী, ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী সীমা আক্তার শিমু, নোয়াখালী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী নাদিয়া আক্তার ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী সেতুয়া হোসেন রিয়া।
এ বিষয়ে রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ মো. শহিদুল্লাহ বলেন, আমরা গর্বিত। আমাদের কলেজের মেয়ের সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত রফিকুল ইসলাম মহিলা কলেজ। আমরা বরাবরই চেষ্টা করি আমাদের মেয়েরা যেন নিজেরা প্রতিষ্ঠিত হয়। উচ্চ শিক্ষা অর্জন করে দেশের অর্থনীতিতে অংশীদার হতে পারেন।