# নিজস্ব প্রতিবেদক :-
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। ২২ জানুয়ারি বুধবার সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সংক্ষিপ্ত বক্তৃতা শেষে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম মেহেদী হাসান, মো. রিয়াদ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার ১৩টি উপজেলা ও কিশোরগঞ্জ পৌরসভা থেকে একটি বালক ও একটি বালিকা দল নিয়ে মোট ২৮টি দল নিয়ে টুর্নামেন্টটি হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।