# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের এক আওয়ামী লীগ নেতাকে র্যাব গ্রেপ্তার করেছে। তিনি নিকলী উপজেলা কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আল আমিন। রোববার রাতে ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করার পর নিকলী থানায় সোপর্দ করা হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী হিসেবে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।