# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ২০২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় পৌর শহরের সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুল মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ভৈরব রাণীর বাজার শাহী মসজিদ খতিব মুফতি ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ, ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব বিএনপির সিনিয়র নেতা জিল্লুর রহমান, প্রেস ক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি জাহিদুল হক জাবেদ,গণ অধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, মাহফিল আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, আরাফাত ভূইয়া, আজহারুল ইসলাম রিদম, সিদরাতুল রশিদ পিয়াল, নুরে আলম নিলয়, জাহিদুল ইসলাম, সামাদ আহমেদ, নজরুল ইসলাম জিহাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪ এর ছাত্র আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। সর্বস্তরের ছাত্র জনতা জিবন দিয়ে, পঙ্গুত্ব অর্জন করে গুরুতর আহত হয়ে এই দেশ স্বাধীন করে গেছে। ৭১ এর মুক্তিযুদ্ধের পর এমন বিপ্লবী অর্জন দেশের মানুষ প্রথম দেখেছে। তবে এই বিপ্লব ছাত্র ও সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ করেছে।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামাতে ইসলামি, খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন, গণ অধিকার, চেম্বার অব কমার্স, সুশীল সমাজ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ ভৈরবের সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।