• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ভৈরবে খাঁজা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ হক অটো মুড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ ও মোল্লা ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা আটক কৃষক নেতার অপমানের প্রতিবাদে মানববন্ধন মাও. ফরিদ উদ্দীন মাসউদের এসলাহুল এজতেমা বাতিল আড়াই বছর পর ভৈরব পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন কৃষক লীগ নেতাসহ দু’জন কারাগারে নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা মুহাম্মদ কাইসার হামিদ এর মাতা আর নেই বাজিতপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি সাকের, সম্পাদক ফাত্তাহ

নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম

নিকলীতে বিএনপির সম্মেলনে
ভোটে নির্বাচিত মিঠু-হেলিম

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ১৪ জানুয়ারি মঙ্গলবার নিকলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে সভাপতি হয়েছেন গত কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক হয়েছেন গত কমিটির যুগ্ম-আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। সভাপতি পদে বিজয়ী মিঠু ঘড়ি প্রতীকে পেয়েছেন ২২৯ ভোট, নিকটতম প্রার্থী শফিকুল আলম রাজন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২১০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হেলিম মাছ প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট, নিকটতম প্রার্থী জিল্লুর রহমান মোরগ প্রতীকে পেয়েছেন ৮২ ভোট। সভাপতি পদে প্রার্থী ছিলেন ৪ জন, আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৭ জন। ৭টি ইউনিয়নের ৫০২ জন কাউন্সিলরের মধ্যে ৪৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাউন্সিলরদের সুশৃংখলভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
মঙ্গলবার উপজেলা সদরের ঈদগা মাঠে বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলার দুই সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক প্রমুখ।
আলোচনা সভার পর দ্বিতীয় পর্বে প্রার্থীতা আহবান করলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রকাশ্যে তাঁদের প্রার্থীতা ঘোষণা করে এক মিনিট করে নিজের স্বপক্ষে বক্তব্য রাখার সুযোগ পান। এরপর সকল প্রার্থীকে নিয়ে নেতারা আধা ঘন্টা আলোচনা করে সমঝোতায় পৌঁছতে না পেরে গোপন ব্যালটে ভোটের ঘোষণা দেন। ভোটের সিদ্ধান্তে কাউন্সিলরসহ সম্মেলনে উপস্থিত শত শত নেতা-কর্মী উল্লাস প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন জেলা বিএনপির দুই সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক। আহবায়ক কমিটি গঠনের চার বছর পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে কাউন্সিলরগণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্বাচিত দুই নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *