# মিলাদ হোসেন অপু :-
নিখোঁজের ৯ ঘণ্টা পর ভৈরবে বাড়ির কেয়ারটেকারের ওয়ারড্রবের ভিতর মিললো সাহাল আহমেদ (৩) নামে এক শিশুর মরদেহ। আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত দেড়টায় পৌর শহরের পঞ্চবটি এলাকায় দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার হাসান মিয়াকে আটক করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকার মৃত এরশাদ আলির ছেলে।
সাহাল আহম্মেদ উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের কাতার প্রবাসী সানাউল্লাহ আহমেদ ও মোমেনা বেগম দম্পতির ছেলে। তারা পৌর শহরের পঞ্চবটি দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর বিকাল ৫টায় পৌর শহরের পঞ্চবটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় সাহাল আহম্মেদ। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে ও পৌর শহরে মাইক দিয়ে নিখোঁজ সংবাদ প্রচার করে। ওই দিন রাত ১১টায় থানা পুলিশের কাছে লিখিত হারানো অভিযোগ করেন পরিবারটি। থানা পুলিশ তৎক্ষনাৎ পঞ্চবটি এলাকায় ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয়টি তদারকি করে রাত দেড়টায় শিশুরটির মরদেহ কেয়ারটেকার হাসানের ঘরের ওয়ারড্রব এর ভিতর থেকে উদ্ধার করে।
এলাকাবাসী আরো জানান, মোমেনার সাথে হাসানের সম্পর্ক কারো চোখে পড়েনি। তবে হাসানের সাথে মোমেনার পরিবারের দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন সময় হাসান ও মোমেনার পরিবারের বাকবিতণ্ডা হতো। প্রায় সময় হাসান মোমেনাকে দেখে নেয়ার হুমকি ধামকি দিতো।
এ বিষয়ে নিহত শিশুর মা মোমেনা বলেন, আমার একটি বাক প্রতিবন্ধী ছেলে ছিলো। আমার বাক প্রতিবন্ধী সন্তান মারা যাওয়ার দেড় বছর পর সাহাল আহম্মেদ এর জন্ম হয়। আমার ছেলে সাহালের এখন বয়স তিন বছর। সে তার বাবাকে বাবা ডাকে। মঙ্গলবার হাসান আমার একমাত্র সম্বল আমার শিশু ছেলেটিকে মেরে ফেলেছে। আমি হাসানের ফাঁসি চাই।
এ বিষয়ের হাজতে থাকা হাসান বলেন, দুই বছর যাবত মোমেনার সাথে তার সম্পর্ক রয়েছে। কীভাবে বা কেন শিশুটিকে হত্যা করেছে এ বিষয়ে সে কিছু বলতে রাজি হয়নি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, রাত ১১টায় অভিযোগ পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় হাসানের ঘরের তালা লাগানো ওয়ারড্রব এর ডয়ার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করেছে সে নিজেই শিশুটিকে হত্যা করেছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।