# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক জয়নাল আবেদিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুম সরকার, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ফুটওয়্যার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শিক্ষা অনুরাগী মাসুদুর রহমান জিসান, ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি শাহাবুদ্দিন ভূঁইয়া ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি তোমরা শিক্ষকদের সম্মান করবে, তোমাদের মধ্যে অনেক প্রতিভা লুকায়িত আছে। তোমরা ভবিষ্যতে অনেক নতুন কিছু করতে পারবে। আমি মনে করি ভৈরবের সামনে সম্ভাবনা অনেক, বাংলাদেশের মধ্যে ভৈরবকে তুলে ধরার সুযোগ অনেক। তোমরা সেই সুযোগটা হাতছাড়া করবে না।