# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন।
১৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সার্ক কালচারাল কাউন্সিল কর্তৃক আয়োজিত “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসা’র কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ও সার্ক কালচারাল কাউন্সিলের উপদেষ্টা প্রফেসর ড. এম এ সাত্তার। এসময় স্বাগত বক্তব্য রাখেন, সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর.কে রিপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, শেরে বাংলা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী।
সমন্বয়কারী ছিলেন, হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপস্থাপক ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসা ও দীপ্ত টেলিভিশনের উপস্থাপক তানিয়া আফরিন।