# মোহাম্মদ খলিলুর রহমান :-
বিপুল উৎসাহ উদ্দীপনায় কিশোরগঞ্জের বাজিতপুর রেজু মার্কেট এলাকায় শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত এক টানা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় নির্বাচনকে ঘিরে প্রার্থী, ভোটারসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মোট ১১টি পদে ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার মধ্যে ৭ জন প্রার্থীর বিপরীতে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৮ জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাজিতপুর উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসের কর্মকর্তা প্রিজাইডিং অফিসার মো. ইমিয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার নাজমুল ইসলাম ও পোলিং অফিসার মামুন মিয়ার দায়িত্বে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকাল ২টা ২০মিনিট থেকে ভোট গণনা শুরু করা হয়। গণনা শেষে বিকেল ৩ টায় ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এই সময় পাশে ছিলেন, রেজু মার্কেটের প্রতিষ্ঠাতা মালিক অ্যাডভোকেট মো. আব্দুর রহিম রেজু।
রেজু মার্কেট শিল্প ও বণিক সমিতির নির্বাচনে ৩৫ ভোট পেয়ে মো. সোহেল রানা সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মীর আতিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে মো. আবেদ মিয়া, সহ-সম্পাদক পদে মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কাজল মিয়া, কোষাধ্যক্ষ পদে জামিল আল মাসুদ, দপ্তর সম্পাদক পদে মো. সেলিম মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম শাওন, সদস্য পদে মো. রিপন মিয়া ও মো. বাছির মিয়া নির্বাচিত হয়েছেন।