# মিলাদ হোসেন অপু :-
জাতিকে মেধাশূন্য করতে নৃশংসভাবে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, কবি-সাহিত্যিক ও সাংবাদিকদের হত্যা করেছিল পাক হানাদারবাহিনী। ১৯৭১ সালে বাঙালির চূড়ান্ত বিজয় জেনেও দেশকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এই কালো অধ্যায় বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে অমর হয়ে রয়েছে। প্রতি বছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে দিবসটি পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ ১৪ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর ইউনিয়নে পানাউল্লারচর বধ্যভূমিতে দিবসটি উপলক্ষ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও ভৈরব থানা পুলিশের পক্ষে ভৈরব থানা ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শাহীন, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলামসহ বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিএনপির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম ও সিনিয়র নেতা সাবেক ভিপি সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ, পৌর বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমানসহ নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শরিফুল হক জয় ও সিহাব উদ্দিন তুহিনসহ শিক্ষার্থীরা ও ভৈরবের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেন করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন। বক্তারা বলেন, পাক হানাদারদের তাণ্ডবে দেশ হারিয়েছে তার সূর্য সন্তানদের। এই অপূরণীয় ক্ষতি বাঙালি জাতি আজ বহন করে যাচ্ছে। বাঙালি জাতির ৫২ ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থান একই সূত্রে গাথা। দেশ ও বিদেশের দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রে বাঙালি আজ ঐক্যবদ্ধ।