# মিলাদ হোসেন অপু :-
ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথসভা শেষে ফের যাত্রা শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
আজ ১১ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ডে ওয়াল্টন শো-রুমের সামনে পথসভার আয়োজন করা হয়।
এ দিকে লংমার্চকে ঘিরে সকাল থেকে কিশোরগঞ্জের ভৈরবসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দিপনা দেখা গিয়েছে। জেলার ২১টি ইউনিটের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে ভৈরব পথ সভায় অংশগ্রহণ করেন।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চের অংশ হিসেবে ভৈরবে পথসভা অংশগ্রহন করেন বিএনপির তিন সংগঠন।
এতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে লংমার্চে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা উপজেলার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
পথ সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ভারত আজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনাসহ তার সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ শহিদ জিয়ার বাংলাদেশ। আমরা ভারতকে সুস্বাদু ইলিশ দিয়েছি। তারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য দিয়েছে ইয়াবা এবং ফেন্সিডিল। আমাদের দেশের কৃষিকে ধংস করার জন্য প্রতিটি নদীর মোহনায় বাধ দিয়ে পানি আটকিয়ে দেয়। আবার কোন সতর্কতা না দিয়ে ফারাক্কা বাদ ছেড়ে দেয়, তখন বাংলাদেশ তলিয়ে যায়। আমরা ভেবেছিলাম ভারত বাংলাদেশের বন্ধু। কিন্তু যেখানে শেখ হাসিনা আশ্রয় পায় সেদেশ আমাদের বন্ধু হতে পারে না। ভারতে আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে তারেক রহমানের বলিষ্ঠ ভূমিকা ছিল। আমরা তার সৈনিকরা কৌশলগত কারণে ব্যানার নিয়ে রাজ পথে না দাঁড়ালেও আমরা নেতাকর্মীরা যার যার অবস্থানে থেকে লড়াই করেছি। ফ্যাসিস্ট সরকার যেন আন্দোলনকে অন্য দিকে নিয়ে যেতে না পারে আমরা ব্যাপক স্বোচ্চার ছিলাম। আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বোভূমত্বের প্রশ্নে আপোষহীন। ঢাকা থেকে লংমার্চ শুরু হয়েছে আগরতলা স্থলবন্দরের শেষ হবে।