• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক কুলিয়ারচরে গ্রাম পুলিশের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় আপডেট ; ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর আহ্বায়ক ও ভৈরব উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন।
আলোচনা সভায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন যুগ্ম-আহবায়ক হাজী জামান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমাধান টিভির চেয়ারম্যান আব্দুল লতিফ (আরপিসি), সংগঠনের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আলাউদ্দিন আল আজাদ (প্রফেসর), যুগ্ম-আহবায়ক মো. নাসির মোল্লাহ, মো. আমিনুল হক, মো. কবির মিয়া, মো. বাকি বিল্লাহ, সদস্য সচিব মো. সাজিদ আকরাম সবুজ ও নির্বাহী সদস্য মো. লোকমান মিয়া প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি হাজী মো. শাহীন অসহায় ও দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সম্পর্কে এদেশের কিছু শিক্ষিত মানুষ ছাড়া সর্বস্তরের মানুষ জানে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বাড়াতে হবে। সারা বিশ্বে ব্যাপক হারে মানবাধিকার লঙ্গন হচ্ছে। বিশ্ব আজ মানবাধিকার নিয়ে কাজও করছে। বাংলাদেশের স্বাধীনতার পর বিগত দিনে আওয়ামী সরকার যে ভাবে মানবাধিকার লঙ্গন করেছে তা ব্যাখ্যা করা কঠিন। ১৭ বছর যেই হারে এ দেশের মানুষের মানবাধিকার লঙ্গন করেছে আওয়ামী সরকার তা মানুষ তিলে তিলে টের পাচ্ছে। সীমা লঙ্গনকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই দেশ ছেড়ে পালাতে হয়েছে খুনি হাসিনাকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষকে ভালবাসতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন সরকার যেন মানবাধিকার লঙ্গন না করে এজন্য সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ব থাকতে ও আগামী দিনে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে উদাত্ত আহবান জানান বক্তারা।
আয়োজকরা জানান, পৌর শহরের বিভিন্ন এলাকার ২ শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *