# উজ্জ্বল কুমার সরকার :-
দুনীর্তির বিরুদ্ধে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা- এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম খান, সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার, সদস্য সাংবাদিক এস এম তারেক নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামীম রানা প্রমুখ।