# মিলাদ হোসেন অপু :-
ইয়াবাসহ জহিরুল ইসলাম (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কিশোরগঞ্জের ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ। ৯ ডিসেম্বর সোমবার রাতে পৌর শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার সাথে থাকা ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নওগাঁও নিলখী গ্রামের মো. সৈয়দ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এস আই সাখাওয়াত ও শহর ফাঁড়ির এটিএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরব পৌর শহরের বাগান বাড়ি এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির কথা স্বীকার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে সকালে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।