# মিলাদ হোসেন অপু :-
চট্টগ্রামে সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার বিচার এবং রাষ্ট্রদ্রোহী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা। ২৯ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা পৌর বাসস্ট্যান্ড দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে ভারতের দালালি বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানায় খেলাফত মজলিসের নেতারা।
সমাবেশে উপজেলা শাখা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইস্কন ইস্যুকে ব্যবহার করে আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশকে স্বাধীনতা এনে দিতে বুক পেতে গুলিতে জীবন দিয়েছে আবু সাইদ, মুগ্ধসহ দামাল ছেলেরা। দেশের স্বাধীনতাকে নৎসাত করতে আওয়ামী লীগের দালালরা উৎপেতে আছে। ইস্কন একটি জঙ্গী সংগঠন। ইস্কনকে পুঁজি করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করছে একটি চক্র। খেলাফত মসলিস ঘরে বসে থাকবে না। তৌহিদী জনতাকে সাথে নিয়ে মোকাবেলা করবে। ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সে বাংলাদেশকে হুমকির সম্মুখীন করেছিল। এই দেশদ্রোহীর পক্ষে আওয়ামী লীগ যুক্ত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করছে। অবিলম্বে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বারবার নেক্কার জনক ষড়যন্ত্র বন্ধ করতে সরকারকে পদক্ষেপ নিতে জোড় দাবি জানান বক্তারা। খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ইকবাল ফারাবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার মাওলানা আনাস মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, খতিব মুফতি নাজমুল ইসলাম, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আল আমীন সাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম রিজন, অফিস ও প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম রাদিফ, হাজী জামাল উদ্দিন, নিশাদ খন্দকার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে আলোচনা শেষে জুলাই-আগস্টে নিহতদের ও নিহত আইনজীবী আলিফের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।