# মিলাদ হোসেন অপু :-
প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে গিয়ে স্বামীর সাথে পিঠা খেয়েছেন এক সাথে। বউ বাড়িতে রেখে স্বামী যান বাজারে। বাজার থেকে আধা ঘন্টা পর স্বামী এসে দেখে স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কেঁদে কেঁদে এমন করে বলছেন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর বাসিন্দা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মো. শাফি মিয়া। ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে শাফি মিয়ার স্ত্রী বৃদ্ধা মোছা. মঞ্জিলা বেগম (৫০)। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন কুলিয়ারচর থানা পুলিশ।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মঞ্জিলা বেগম ও শাফি মিয়ার হাসি খুশির বয়োজ্যেষ্ঠ দাম্পত্য। তাদের মধ্যে কোন কলহ ছিল না। যদিও মঞ্জিলা বেগম তার দ্বিতীয় স্ত্রী। দুইজনই মিলে মিশে থাকতেন। সকালে একসাথে পিঠা খেয়েছেন স্বামী স্ত্রী। স্বামী বাজারে চলে গেলে আধাঘন্টা পর বাড়িতে এসে দেখেন স্ত্রী ফাঁসিতে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে প্রতিবেশি খায়রুল ইসলাম বলেন, মঞ্জিলা বেগমের হালকা মানুষিক সমস্যা ছিল। সকালে স্বামীর সাথে নাস্তা খেয়েছেন। পরে স্বামী বাজারে চলে গেলে নিজ ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে মঞ্জিলা বেগম। যতটুকু বুঝতে পেরেছি তার কমড়ে ব্যথা ছিল। উনাকে ডাকাডাকি করলে উনি দরজা না খুলায় সন্দেহ হলে তার পরিবারকে নিয়ে দরজা ভেঙ্গে দেখি ফাঁসির দড়ি ছিড়ে নিচে পড়ে আছে। তখন বুঝতে পারি তিনি মৃত্যুবরণ করেছে।
এ বিষয়ে বৃদ্ধার স্বামী শাফি মিয়া জানান, আমার স্ত্রীর কমড়ে ব্যথা ছিল। আমি বলছিলাম ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। কিন্তু বাজার থেকে এসে দেখি সে মারা গেছে। জীবনের শেষ সময়টা তারে নিয়েই কাটাতে চাইছিলাম। সে আমাকে ছেড়ে চলে গেছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।