# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে একটি ফেরিঘাট ইজারার টেন্ডার জমাদানে বিএনপির কতিপয় নেতা-কর্মী অন্যদের বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে খবর পেয়ে পুলিশ গেলে সবাই টেন্ডার জমা দিতে পেরেছেন বলে জানিয়েছেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল। ২৮ নভেম্বর বৃহস্পতিবার জেলা সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে বলে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। তবে বাধা দানকারীদের নাম পরিচয় কেউ বলতে পারছেন না।
নির্ধারিত সময় শুক্রবার বেলা ২টায় টেন্ডার বাক্স খুলে ৩টি দরপত্র পাওয়া গেছে। সহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক জানিয়েছেন, সর্বোচ্চ দারদাতা করিমগঞ্জের বায়েজিদ হোসেন হৃদয়ের বকুল ট্রেডার্স ১ কোটি ৭০ লাখ টাকার দরপত্র জমা দিয়েছে। দ্বিতীয় দরদাতা বাজিতপুরের পাটুলি এন্টারপ্রাইজ জমা দিয়েছে ১ কোটি ৬২ লাখ টাকার দরপত্র। আর তৃতীয় দরদাতা কটিয়াদীর ইছামতি এন্টারপ্রাইজ জমা দিয়েছে ১ কোটি ৬১ লাখ টাকার দরপত্র।
সহকারী প্রকৌশলী জানান, দরপত্র কিনেছিল ১০টির বেশি প্রতিষ্ঠান। অন্যেরা হয়ত টেন্ডার সিকিউরিটির টাকা জোগাড় করতে না পারার কারণে দরপত্র জমা দিতে পারেনি বলে তাঁর ধারণা।
নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, বাজিতপুরের দীঘিরপাড় ফেরিঘাটটি গতবছরই প্রথম চালু হয়েছে। তিন বছরের জন্য ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকায় ঘাটের ইজারা পেয়েছিল মেসার্স তরী বিল্ডার্স। তবে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে ফেরিটি চালু হবার কারণে ইজাদারকে এক-তৃতীয়াংশ টাকায় (৪৫ লাখ ৪১ হাজার ৬৬৬) এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। নির্বাহী প্রকৌশলী বলেন, ফেরিঘাট ইজারা দেওয়া হয় তিন বছরের জন্য। আর ইজাদার ইজারা মূল্য পরিশোধ করেন ১২টি কিস্তিতে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ছয়বার টেন্ডার আহবান করতে হয়। এবারের দ্বিতীয় মেয়াদে গত ২ অক্টোবর পঞ্চমবার টেন্ডার আহবান পর্যন্ত কোন পক্ষ থেকে বাধা আসেনি। সর্বশেষ ষষ্ঠবার এসে বৃহস্পতিবার বাধার মুখে পড়তে হলো।
নির্বাহী প্রকৌশলী জানান, এখন সব কাজের জন্যই ই-টেন্ডার চালু হয়েছে। ই-টেন্ডারে কেউ এ ধরনের বাধা প্রদানের সুযোগ পায় না। কিন্তু ফেরিঘাটের ইজারা এখনও ম্যানুয়েল পদ্ধতিতে হয় বলে এ ধরনের বাধার সম্মুখিন হতে হয়। ফেরিঘাটের ইজারার ক্ষেত্রেও ই-টেন্ডার চালু হলে তখন আর এই সমস্যা থাকবে না বলে নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল মন্তব্য করেছেন।
এদিকে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সড়ক ও জনপথ বিভাগে টেন্ডার জমা নিয়ে সমস্যার কথা শুনে তিনি পুলিশ ফোর্স পাঠিয়েছিলেন। টেন্ডার বাক্স খোলা পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন ছিল। যে কারণে কেউ আর কোন সমস্যা তৈরি করতে পারেনি। টেন্ডারবাজির বিষয়ে কথা বলার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।