# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় আলী আকবর ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের লাখপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া। ২৯ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে মহিনন্দ রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হেঁটে যাওয়া ওই ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। শুক্রবার সকালে বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই স্বজনরা মরদেহ নিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি লিটন মিয়া। আলী আকবর ভূঁইয়ার স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছেন।