• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক কুলিয়ারচরে গ্রাম পুলিশের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় আপডেট ; ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

ইংল্যান্ডের রয়েল কলেজ অফ সার্জনস থেকে ডা. তাহসিন নাওয়ার এমআরসিএস পাশ করেছে

# নিজস্ব প্রতিবেদক :-
ডা. তাহসিন নাওয়ার ইংল্যান্ডের রয়েল কলেজ অফ সার্জনস থেকে এমআরসিএস কৃতিত্বের সহিত পাশ করেছে। সে ভৈরবের মরহুম আলহাজ্ব ডা. মো. সিরাজুল ইসলাম এর প্রথম পুত্র ডা. মো. আজিজুল হক স্বপনের বড় মেয়ে। ডা. তাহসিন নাওয়ার এর মাতা ডা. তাসলিমা হকও একজন সফল ডাক্তার।
ডা. তাহসিন নাওয়ার বিজ্ঞান বিভাগ নিয়ে ঢাকার বনানী সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে ২০০৯ সালে এসএসসি, একই প্রতিষ্ঠান থেকে ২০১১ সালে এইচএসসি কৃতিত্বের সহিত পাশ করেন। পরে সে ঢাকার ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ২০১৮ সালে এমবিবিএস সুনামের সহিত পাশ করেন। বর্তমানে সে এফসিপিএস (সার্জারি) শেষ পর্বে অধ্যায়নরত আছে।
ডা. তাহসিন নাওয়ার এর মাতা ডা. তাসলিমা হক বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ পান। কিছুদিন পর স্বেচ্ছায় চাকুরী ত্যাগ করেন। পিতা ডা. আজিজুল হক স্বপন ১৯৮৫ সালে বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নরসিংদী জেলার বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী সদর ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করেন। তিনিও স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দেন।
ডা. তাহসিন নাওয়ার ১৯৯৪ সালে ভৈরবের ঐতিহ্যবাহী মরহুম আলহাজ্ব ডা. মো. সিরাজুল ইসলামের পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা ডা. আজিজুল হক স্বপন ও মাতা ডা. তাসলিমা হক সরকারি চাকুরী ছেড়ে দিয়ে ভৈরব ও এতদঞ্চলের সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা পর্যায়ে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.) প্রতিষ্ঠা করেন। এই হাসপাতালটি তৎকালীন সময়ে একমাত্র উপজেলা পর্যায়ে বেসরকারি হাসপাতাল। পুরাতন ঐতিহ্যবাহী এই হাসপাতালটি ১৯৯০ সালে প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠার পর থেকে তিনি সুনামের সহিত মানুষকে স্বল্প খরচে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এ আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.) এর মাধ্যমে।
ডা. তাহসিন নাওয়ার এর পিতা ডা. আজিজুল হক স্বপন তার মেয়ের এই সফলতার জন্য ভৈরববাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। এছাড়া তিনি তার মেয়ে ইসলামী চিন্তা চেতনায় থেকে মানুষকে চিকিৎসা সেবা দিতে পারে তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, আমার এ মেয়ে আল্লাহ তায়ালার অশেষ রহমতে ১৩ বছর বয়সে এসএসসি ও ২২ বছর বয়সে এমবিবিএস পাশ করেছেন।
এদিকে ডা. তাহসিন নাওয়ার ভবিষ্যতে যেন আরো ভালো ফলাফল অর্জন করতে পারেন এবং নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *