# নিজস্ব প্রতিবেদক :-
সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল। কিন্তু নভেম্বরের প্রথম দিন ১ নভেম্বর শুক্রবার কিশোরগঞ্জের হাটবাজার ফুটপাতে উন্মুক্তভাবেই পলিথিনের ব্যবহার দেখা গেছে। সবজির দোকান, ফলের দোকান, মাছ বাজার আর ফুটপাতের কাপড়ের দোকানে প্রকাশ্যেই পলিথিনের ভেতর করে পণ্য বিক্রি করতে দেখা গেছে। শুক্রবার কিশোরগঞ্জ শহরের বিভিন্ন কাঁচা বাজার এবং ফুটপাত ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। দোকানিরা জানালেন, পলিথিনের বিকল্প কিছু না থাকায় এবং ক্রেতারা আলাদা ব্যাগ নিয়ে না আসার কারণে বাধ্য হয়ে পলিথিনে পণ্য দিতে হচ্ছে।
এদিকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন জানিয়েছেন, শুক্রবার থেকেই সারা দেশে পলিথিন বিরোধী অভিযানের নির্দেশ রয়েছে। তবে প্রথম দিন বিভিন্ন মসজিদে প্রচারপত্র বিতরণ ও ইমামদের মাধ্যমে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে প্রচারণা চালানো হয়েছে। তবে কোথাও পলিথিনের ব্যবহার সম্পর্কে তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে পলিথিন তৈরির কারখানা এবং পলিথিন মজুদের গুদামগুলোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। লোকবল এবং সোর্স স্বল্পতার কারণে কাজে কিছুটা সমস্যা হচ্ছে বলেও তিনি জানালেন।