# মো. আক্তারুজ্জামান :-
“টয়লেট ব্যবহার নিশ্চিত করি, সুস্থ-সবল দেহ গড়ি” স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ভৈরবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে ভৈরব পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডির সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শুরু করার আগে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার চত্বরে এসে শেষ হয়। র্যালিতে স্কুল কলেজের শিক্ষার্থী, ভৈরব পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ সুধীজন অংশ নেয়।
পৌর লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জানের সঞ্চালনায় ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ৩, ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জলি বদন তৈয়বা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক প্রমুখ।