# মিলাদ হোসেন অপু :-
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা কিশোরগঞ্জের ভৈরবে শান্তি পূর্ণ ভাবে চলছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টায় ভৈরব শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির ও হরিজন পল্লির পূজা মণ্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এর আগে বুধবার (৯ অক্টোবর) ষষ্টীবিহিত পুজার মাধ্যমে শুরু হয় ৫ দিনব্যাপী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।
শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজামণ্ডপ এর সভাপতি শ্রী দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদুয়ান আহমেদ রাফি, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহীদুল্লাহ, জেলা ফায়ার স্টেশন উপ-সহকারী কর্মকর্তা এনামুল, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ, ভৈরব বাজার ফায়ার স্টেশন কর্মকর্তা আল আমিন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, সাবেক সহ সভাপতি জিল্লুর রহমান, ভৈরব পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার পাল।
মণ্ডপ পরিদর্শন শেষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ভৈরবসহ কিশোরগঞ্জ জেলার প্রতিটি মণ্ডপে প্রশাসনিক নজরদারি জোরধার করা হয়েছে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনা করেন তিনি৷
সনাতনী শাস্ত্র অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে এর ফল হয় মড়ক। এ ছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মূলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপুজার মূল উদ্দেশ্য।
পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর ভৈরব উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মোট ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় এ বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ও আনসার বাহিনীর লোকের পাশাপাশি সেচ্ছাসেবকরাও প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন।
উল্লেখ্য যে, ০৯ অক্টোবর ষষ্ঠিপূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে ও ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে।