• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version

সকাল থেকেই প্রতিটি মণ্ডপে চলছে পূজা অর্চনা

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নবদুর্গা মণ্ডপ -পূর্বকণ্ঠ

সকাল থেকেই প্রতিটি
মণ্ডপে চলছে পূজা অর্চনা

# নিজস্ব প্রতিবেদক :-
সকাল থেকেই কিশোরগঞ্জের প্রতিটি মণ্ডপে চলছে পূজা অর্চনা। ভক্তরা প্রসাদ নিয়ে যাচ্ছেন মণ্ডপে মণ্ডপে। ষষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছেন দেবী দুর্গাকে। প্রার্থনা করছেন জীবনের শুভ কামনায়। আর পুরোহিতরা মন্ত্র জপ করছেন, ভক্তদের প্রসাদ দিচ্ছেন।
জেলা শহরের শ্রী শ্রী কালিবাড়ি, রামকৃষ্ণ সেবাশ্রম, আশির্বাদ সংঘ থেকে শুরু করে হরিজন পল্লী (সুইপার কলোনী), প্রতিটি মণ্ডপেই ভক্তদের পূজা অর্চনা করতে দেখা গেছে। রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা অনিল চন্দ্র পণ্ডিত জানিয়েছেন, এখানে বহু বছর ধরে সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। শহরের মাঝখানে ঈশাখাঁ সড়কে এর অবস্থান হওয়ায় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। হরিজন পল্লীর পূজার আয়োজক সাগর হরিজন জানান, এই কলোনিতে প্রায় ৩০০ জন সদস্য আছেন। এখানে ২২ বছর ধরে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তবে এই মণ্ডপে মূলত হরিজন পরিবারের লোকজনেরই সমাগম হয়, বাইরের লোকজন সাধারণত আসেন না। এবছর জেলায় ৩৬৫টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *