# মোস্তফা কামাল :-
দিন দিনই সোনার দাম বেড়ে চলেছে। অল্প কয়েক বছরের মধ্যেই যেন মধ্যবিত্তদের স্পর্শের বাইরে চলে গেছে। নিম্নমধ্যবিত্তরা তো এগুলি নিয়ে এখন ভাবতেও যান না। ফলে কিশোরগঞ্জের জুয়েলারি ব্যবসায়ীদের ব্যবসায় নেমে এসেছে ধ্বস। স্বর্ণালংকারের বিক্রি নেমে এসেছে এক-তৃতীয়াংশে। মানুষ স্বর্ণের বিকল্প হিসেবে কিনছে ইমিটেশন বা সিটি গোল্ডের অলংকার। এমন কথাই জানালেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ ও সিটি গোল্ড অলংকার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম।
মাসুদুজ্জামান বলেন, কিশোরগঞ্জে জুয়েলারি দোকান আছে ১২০টি। বর্তমানে ২২ ক্যারেট সোনার ভরি এক লাখ ৩৫ হাজার টাকা। আর ২১ ক্যারেটের ভরি এক লাখ ৩২ হাজার টাকা। এত মূল্য বৃদ্ধিতে প্রায় সব দোকানেই বিক্রি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এখন পুঁজি লাগছে বেশি, কিন্তু বিক্রি কম। যে কারণে লাভের হার কমে গেছে। এছাড়াও, আগে ক্যারেটের বিষয়টি এখনকার মত ছিল না। দোকানে এসে শুধু অলংকার কিনে নিত অথবা অর্ডার দিয়ে বানিয়ে নিত। তখন ২১ ক্যারেট দিলে মোটামুটি সন্তোষজনক একটা লভ্যাংশ থাকতো। এখন মানুষ এসেই বলে ২২ ক্যারেট আছে কি না। আবার ক্যারেট পরীক্ষা করার যান্ত্রিক ব্যবস্থাও আছে। কাজেই আগের চেয়ে লভ্যাংশ অনেক কমে গেছে। অন্যদিকে স্বর্ণের অবিশ্বাস্য মূল্য বৃদ্ধিতে দোকানগুলোর নিরাপত্তা ঝুঁকিও বেড়ে গেছে।
মাসুদুজ্জামান আরও জানান, ৯০ এর দশকে সোনার দাম ছিল ৬ হাজার টাকা ভরি। তখন বিয়ের সময় বর-কনে পরিবার যে পরিমাণ নতুন অলংকার তৈরি করতো বা কিনতো, এখন এর অর্ধেকেরও নিচে নেমে এসেছে। আবার অনেক পরিবার এখন মায়ের পুরনো গহনা ভেঙে নতুন করে গড়িয়ে বিয়েতে চালিয়ে দেয়। অথচ আগে মায়ের গহনায় কেউ হাত দিত না। তখন অনেক মানুষ বিয়ের দাওয়াতে আংটি, কানের রিং বা সোনার চেইন উপহার হিসেবে দিত। স্বজনদের নতুন শিশু জন্ম নিলে তাকেও ছোট্ট একটা আংটি বা হালকা ওজনের একটা চেইন উপহার দিত। কিন্তু এখন ধনাঢ্য পরিবার ছাড়া আর কেউ এসব উপহার দিতে সাহস করে না। এছাড়া, ব্যক্তিগত ব্যবহারের জন্যও মধ্যবিত্ত পরিবারগুলো এখন স্বর্ণালংকার কেনার সামর্থ্য রাখে না।
মাসুদুজ্জামান বলেন, এক সময় নারীরা ছিনতাইয়ের ভয়ে বিকল্প গহনা হিসেবে মাঝে মাঝে সিটি গোল্ডের গহনা ব্যবহার করতেন। কিন্তু এখন সোনার মূল্য বৃদ্ধিতে সিটি গোল্ডের কদর অনেক বেড়ে গেছে। যে কারণে শহরে প্রচুর সিটি গোল্ডের দোকান হয়েছে। এমনকি, কসমেটিকসের দোকানেও একটি আলাদা শোকেস থাকে সিটি গোল্ডের। শহরের গৌরাঙ্গবাজার এলাকার বনফুল স্টোরের মালিক শফিকুল ইসলামও জানান, এখন তাঁর মত সকল দোকানেই সিটি গোল্ডের ক্রেতা অনেক বেড়েছে। বিশেষ করে সোনার মূল্য বৃদ্ধির পর থেকে জুয়েলারি দোকান ছেড়ে এখন নারীরা সিটি গোল্ডের দোকানের প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছেন। বিক্রিও অনেক বেড়েছে।
জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসিন্দা নায়লা হক বলেছেন, তিনি চাকরি করার সময় প্রায় ১০ বছর আগে সর্বশেষ অলংকার বানিয়েছিলেন ৫৬ হাজার টাকা ভরি। এরপর আর কিনতে সাহস হচ্ছে না। এখন ভরসা সিটি গোল্ড। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এখন কোথাও বেড়াতে গেলে ভয়ে স্বর্ণালংকার পরতেও পারেন না। সিটি গোল্ডের অলংকার পরে যান। তাঁর আত্মীয়স্বজন এবং চেনা-জানাদেরও একই অবস্থা বলে তিনি জানিয়েছেন।