• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক করিমগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভৈরব পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক বিতরণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, কেন গণহারে সবাই আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসায় নির্মূল করা যাচ্ছে না তার কারণ এবং করণীয় সম্পর্কে জানুন ৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ ৬ অক্টোবর রোববার কারাগারের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, পৌর শহরের কালিপুর এলাকার মৃত আকবর মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান (৫৮), জগন্নাথপুর তাঁতারকান্দি এলাকার ধন মিয়ার ছেলে ও পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাসুম মিয়া (৩৪), ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত মস্তু মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান রিগান (৪২) ও উত্তর পাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাফি মিয়া (২৪)।
র‌্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় ২টি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করেন মামুন, রুবেল ও আলম। ৫ অক্টোবর রাতদিন পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মামলাগুলোর এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা মাসুম মিয়াকে তার নিজ বাড়ি থেকে, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাফি মিয়াকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আওয়ামী লীগ নেতা মুজিবুর মিয়াকে তার নিজ বাড়ি থেকে ও যুবলীগ নেতা মাহমুদুল হাসান রিগানকে ভৈরব বাজার নদীরপাড় এলাকা থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, মুজিবুর মিয়া, রিগান, মাসুম ও রাফি বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় করা মামলার আসামি। তাদেরকে কিশোরগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *