# নিজস্ব প্রতিবেদক :-
সংখ্যানুপাতিক পদ্ধতিসহ নির্বাচনী রোডম্যাপ, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি এবং মাজার, মন্দির ও ভাস্কর্যে হামলা ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ ৫ অক্টোবর শনিবার বিকালে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গনে জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন পার্টির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল হাশেম মাস্টার, জেলা টিউসির সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, কৃষক-ক্ষেতমজুর নেতা সেলিম উদ্দিন খান, মোস্তফা কামাল নান্দু প্রমুখ।
বক্তাগণ জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতের ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করা, চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া, রেশন ব্যবস্থা চালু করা, দুর্নীতি ও দখল বাণিজ্য বন্ধ করা, পাচারকৃত অর্থ ফেরত এনে দায়ীদের বিচার করা, আইন শৃংখলা নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা, আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার, কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুরের বিচার, ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসন বন্ধসহ বিভিন্ন দবির কথা তুলে ধরেন। এরপর একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।