• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়া বাজার বণিক সমিতির কমিটি গঠন, দুলাল আহবায়ক, হাকিম সদস্য সচিব

# রাজন সরকার :-
কিশোরগঞ্জ পাকুন্দিয়া পৌর বাজার বণিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ২ অক্টোবর বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক মো. মামুন সরকারের স্বাক্ষরে এ অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. হাবিবুর রহমান দুলালকে আহবায়ক ও মো. আ. হাকিমকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহবায়ক মো. রেজাউল করিম, ডা. মোমতাজুর রহমান হেলাল, মো. হেলাল উদ্দিন হক মিয়া, মো. রফিক মুন্সী, মো. শহিদুল ইসলাম শহীদ, মো. আমির খসরু, মো. রফিকুল ইসলাম রফিক।
সদস্য মো. রফিকুল ইসলাম পলাশ, মো. আ. সাত্তার, মো. ইকবাল হোসেন, মো. মর্শিউল হক উজ্জল, মো. শামছুল আলম সবুজ, মো. মঞ্জিল মিয়া, মো. শাহান শাহ, মো. সজিব মিয়া, মো. মামুন, মো. কাঞ্চন, মো. লিংকন লাট, মো. এনামুল হক সুমন, মো. শাওন, মো. মুমতাজ উদ্দীন, আহসান উল্লাহ নয়ন, মুহিবুল্লাহ বচ্চন, রাকিবুল হাসান রাসেল, মো. শামীম হোসেন, আবুল কাশেম, মিজানুর রহমান, মো. মোনায়েম, আজহারুল ইসলাম আদিল, নাজমুল হক, স্বপন মিয়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকারের স্বাক্ষরিত পত্রে জানা যায়, অ্যাডহক কমিটি গঠিত হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। ইতিপূর্বে বাজার বণিক সমিতির নির্বাচনের ঘোষিত তফসিলও সাময়িক ভাবে স্থগিতসহ পৌরসভার মালিকানাধীন বণিক সমিতির বর্তমান অফিস কক্ষের কোন ধরণের পরিবর্তন বা সংস্কারের ক্ষেত্রে পৌরসভার প্রশাসকের পূর্ব অনুমতি নিতে নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *