# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক নেটওয়ার্কিং সভা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে ১১ সেপ্টেম্বর বুধবার সভাটি অনুষ্ঠিত হয় ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। সভায় ১৫ জন আইনজীবী অংশ নেন। ময়মনসিংহের বিএলসি সামসুন্নাহারের সঞ্চালনায় নেটওয়ার্কিং সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, টিবি কন্ট্রোল কর্মসূচীর ব্যবস্থাপক সুশান্ত দেবনাথ প্রমুখ।