# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মাদকাসক্ত যুবক মেহেদী হাসান (২০) এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০। ৮ সেপ্টেম্বর রোববার রাতে নিহতের ভাই সামির মিয়া বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করে থানায় জমা দেয়া হয়েছে। নিহত মেহেদী হাসান পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার দানিছ বেপারীর বাড়ির বাসিন্দা বাহাদুর মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মেহেদী হাসান মাদকাসক্ত হয়ে পরিবারকে অত্যাচার করতো। তার অত্যাচার যন্ত্রণা সহ্য করতে না পেরে ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে মা রানু বেগম স্থানীয় যুবকদের হাতে তুলে দেন মাদকাসক্ত ছেলেকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করে দিতে। পরে যুবকরা তাকে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে গেলে মেহেদী ক্ষমা চেয়ে অঙ্গীকার করে বলেন ভবিষ্যতে পরিবারকে আর জ্বালা যন্ত্রনা অত্যাচার করবেনা। তারপর যুবকদের ভাষ্য অনুযায়ী তাকে ছেড়ে দিয়ে যুবকরা চলে যায় যার যার কাজে। ওই দিন বিকেলে শহরের নিউটাউন এলাকার রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়। এসময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মেহেদীর লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়। ঘটনার দিন লাশের সুরুতহাল রিপোর্ট করার পর পুলিশ জানিয়েছে লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। পরে শনিবার বিকেলে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই রহস্যজনক মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয় পরিবারের মধ্যে।
এ বিষয়ে মা রানু বেগম বলেন, আমার ছেলে নেশাগ্রস্ত ছিল বলে তাকে কয়েকজন যুবকের হাতে তুলে দিয়েছিলাম আইনশৃংখলা বাহিনীর কাছে তুলে দিতে। ভেবেছিলাম তাকে শাসন বা ভয় দেখালে ভাল হয়ে যাবে। কিন্তু তার মৃত্যুর লাশ পাব এটা কখনও কামনা করেনি। কিভাবে, কেমন করে, কার আঘাতে সে মারা গেল তা আমাদের জানা প্রয়োজন।
মামলার বাদী নিহতের বড় ভাই সামির মিয়া বলেন, আমার ভাই কার আঘাতে, কিভাবে মৃত্যু হলো জানতে হবে। আমার মা তাকে শুক্রবার সকালে যুবকদের হাতে জীবিত তুলে দিয়েছিল পরে বিকেলে লাশ পেলাম আমরা। এই হত্যার বিচার পেতে আমি অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রোববার রাতে থানায় মামলা করেছি। পুলিশ তদন্ত করে অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতেই আমি মামলা করেছি। এদিকে ভৈরব থানার পুলিশ মামলার বিষয়টি স্বীকার করেন।