• শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ বছরের মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকার, তিন কিশোর গ্রেফতার মায়ের ইনজেকশন শিশুকে মৃত্যুমুখ থেকে ফিরেছে সম্ভাব্য করোনা মোকাবেলায় কিশোরগঞ্জে কমিটি হয়েছে পরীক্ষার সরঞ্জাম সঙ্কট ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে আহত ৩০ ভৈরবে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার ফুফুর বাড়ি থেকে চিনি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫ মায়ের সাথে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার ২৫ বছরে শত শত কোরবানি, এবার দেওয়া হয়েছে ৪৪টি রোহিঙ্গা ক্যাম্পেও গেছে হোসেনপুরে ঢাবির অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানসহ ৩ জনকে সংবর্ধনা প্রদান

মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন দোষীকে আইনের হাতে দিন ……… সমন্বয়ক সাঈদ

মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন
দোষীকে আইনের হাতে দিন
……… সমন্বয়ক সাঈদ

# নিজস্ব প্রতিবেদক :-
বৈষম্যরিারোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক কিশোরগঞ্জে ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভা করেছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে শহরের পুরাতন স্টেডিয়ামের সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আহনাফ সাঈদ বলেছেন, দেখা গেছে, কোন একটা অভিযোগ পেলে দল বেঁধে হামলা করছে, গণপিটুনি দিচ্ছে। এটা বন্ধ করতে হবে। মব জাস্টিস বা গণপিটুনি বন্ধ করতে হবে। অপরাধীরও বাঁচার অধিকার আছে, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। প্রয়োজনে তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন। তিনি বলেন, আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত পাখির মত মানুষ মেরেছে। এবারের বন্যা প্রাকৃতিক বন্যা নয়। তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত পানি ছেড়ে দিয়ে ৫৬ লাখ মানুষকে ডুবিয়েছে, ভুগিয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয় রয়েছে। কাজেই আমাদের সজাগ থাকতে হবে। দেশেষ সকল স্তরের মানুষ লড়াই করে এ বিজয় নিয়ে এসেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে তার বিরুদ্ধেও প্রতিবাদ হবে।


কেন্দ্রীয় সমন্বয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্বর্ণা বলেছেন, আমরা নারীরাও এই আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছি, ভয় পাইনি। অনেকে বলছেন, নারীরা বোরখা পরবে কি না। আমি মনে করি বোরখা পরা যেমন আমাদের চয়েস, না পরাও আমাদের চয়েস। অপর সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র তৌহিদ সিয়াম বলেছেন, এবার টুপিওয়ালা লোকেরা মন্দির পাহাড়া দিয়েছে। এই আন্দোলনে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। কাজেই সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে হবে। তিনি বলেন, অনেকেই নির্বাচনের জন্য ব্যকুল হয়ে পড়েছেন। আগে ১৮ ভাগ ভোট পেয়ে সরকার গঠন করেছে। আর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ৯০ ভাগ মানুষের সমর্থন নিয়ে। কাজেই সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সরকারকে সময় দিতে হবে।
কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মুফতি আব্দুর রহিম বলেছেন, টুপিওয়ালা, টুপি ছাড়া সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। কারও ওপর জোব্বা বা টুপি চাপিয়ে দেওয়া যাবে না। এখানে কোন ভেদাভেদ করা যাবে না।
স্বাগত বক্তা কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান বলেছেন, কেবল কেন্দ্রীয় সমন্বয় কমিটি আর বিশ্ববিদলয়গুলোর সমন্বয় কমিটি ছাড়া বাকি সবগুলো সমন্বয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। কারণ, বিভিন্ন জায়গা থেকে নানা অনিয়নের অভিযোগ আসছে। কেন্দ্রীয় সমন্বয়ক আরমানুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সমন্বয়ক ইকরাম হোসাইন, অভি চৌধুরী ও ঢাকার মীরপুরে শহীদ তাড়াইলের তরিকুল ইসলাম রুবেলের বড়ভাই জুয়েল। মত বিনিময় সভাটি সমাবেশে রূপ নেয়। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এর আগে কেন্দ্রীয় সমন্বয়করা কিশোরগঞ্জের আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *