# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে কমিউনিটি পুলিশ বিটের সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকালে হোসেনপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নতুন বাজার মোড়ে কমিউনিটি পুলিশ বিটের সভার আয়োজন করে থানা পুলিশ।
হোসেনপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফর রহমান রাসেলের সভাপতিত্বে সভায় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, ওসি (তদন্ত) টুটুল উদ্দিন, পৌর কাউন্সিলর মিছবাহ উদ্দিন মানিক, শামীম খান, হোসেনপুর থানার এসআই মো. মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান চন্দন ও ব্যবসায়ী নেতা বাবুল মিয়া প্রমুখ।