# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৯নং মধ্য মান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যাংকার সেলিম সামাদ ঝড়েপড়া ও দরিদ্র শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নানা রকম উদ্যোগ গ্রহণ করেছেন।
বিদ্যালয় সভাপতির ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব তহবিল থেকে দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, খাতা, কলম, স্কুলব্যাগসহ নানা শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করার মাধ্যমে তাদের স্কুলমুখী করতে চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষার মান বজায় রাখার জন্য নিয়মিত স্কুল পরিদর্শনসহ শিক্ষকদের সাথে যোগাযোগ করে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. সেলিম সামাদ বলেন, স্কুল ড্রেস শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন স্কুলের শিক্ষার্থী তা ড্রেসের মাধ্যমেই নির্ণয় করা হয়। তাই যাদের সামর্থ্য নাই তাদের সকলকে আমি নিজ খরচে ড্রেস, ব্যাগ, খাতা-কলম কিনে দিয়েছি। বিদ্যালয় সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছি। আমার এ উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যত। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে কাজ করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করতে সভাপতি নানান ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর সহযোগিতায় অসহায়-দরিদ্র পরিবারের অভিভাবক ও শিক্ষার্থীরা দারুন ভাবে খুশি ও উপকৃত।