# মিলাদ হোসেন অপু :-
সারাদেশে বিএনপি-জামায়াত নৈরাজ্যের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ। ২ আগস্ট শুক্রবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভৈরব দুর্জয় পাদদেশে এই সমাবেশের আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গণজমায়েত কর্মসূচি প্রতিরোধে মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
পরে জুমার নামাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভৈরব দুর্জয় মোড় এলাকায় কর্মসূচি পালন করেন ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মিয়া, তালাওয়াত হোসেন বাবলা, সাখাওয়াত হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক অরুণ আল আজাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে বিএনপি-জামায়াত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড রুখে দিতে বিএনপি-জামায়াত ও শিবির জোট বেঁধেছে। চক্রান্তকারীরা নিরীহ ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে রাজনীতি শুরু করছেন। ভৈরব বিএনপি-জামায়াত বিগত দিন যে তাণ্ডব করেছে সঠিক সময়ে তার জবাব দেয়া হবে।
এ সময় বক্তারা আরো বলেন, ভৈরবের জামায়াত-শিবির যদি থাকে তাহলে মাঠে আসুক। হয় তারা থাকবে না হয় আমরা থাকবো। দেশের উন্নয়ন নষ্ট করে ক্ষমতায় আসার স্বপ্ন তাদের কখনো পূরণ হবে না। এদেশে শুধু আওয়ামী লীগই উন্নয়ন করেছে। আওয়ামী লীগই সরকার পরিচালনা করবে ও করে যাবে।