# নিজস্ব প্রতিবেদক : –
কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে অন্যতম সমন্বয়ক একরাম হোসেন বলেছেন, কতিপয় মন্ত্রী-এমপির উষ্কানিমূলক বক্তব্যে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের যেভাবে হত্যা করা হচ্ছে, মনে হচ্ছে আমরা ফিলিস্তিনে আছি, সিরিয়ায় আছি। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ ঘরে ফিরবে না বলেও তিনি জানিয়ে দেন। ৩ আগস্ট শনিবার দুপুরে জেলা শহরের পুরানথানা এলাকার সমাবেশে তিনি বলেন, কিশোরগঞ্জে ৩৫ জন সমন্বয়ক রয়েছেন। তাদের কথা ছাড়া যেন কেউ অন্য কারও কর্মসূচীর ফাঁদে পা না দেন, কর্মীদের তিনি সতর্ক করে দেন।
বেলা ১২টার দিকে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গন থেকে বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের হয়। এতে শত শত ছাত্রছাত্রী অংশ নেন। অধিকাংশের হাতে ছিল বাঁশের লাঠি। এরপর পৌরসভা ও সদর থানার সামনে দিয়ে মিছিলকারীরা পুরানথানা এলাকায় গিয়ে সমাবেশের আয়োজন করে। থানা ও আওয়ামী লীগ অফিসের সামনে সুসজ্জিত পুলিশ বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। তবে মিছিলে বাধা প্রদান করেনি। কোন উত্তেজনাও তৈরি হয়নি। মিছিল ও সমাবেশ চলাকালে আশপাশের সকল রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে।