# মো. আল আমিন টিটু :-
ভৈরবে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সঙ্গে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুনকেও সংবর্ধনা দেয়া হয়। ১৩ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ মশার কয়েল শিল্প মালিক সমিতির উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন ও সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাবেদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কয়েল ব্যবসায়ীরা। অনুষ্ঠানে কয়েল ব্যবসার নানা প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরে বক্তব্য দেন আলোচকরা। পরে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতাসহ সব সময় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর।